নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনা পজিটিভ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২২, ১২:৪০
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনা পজিটিভ হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছেন।
শনিবার সকালে আরডার্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত, আমি আমার পরিবারের বাকি সদস্যদের সাথে যোগ দিয়েছি এবং করোনা পজিটিভ হয়েছে।’
আরডার্নের ফিয়ন্সে ক্লার্ক গেফোর্ড করোনা পজিটিভ হলে রোববার থেকে তিনি পরিবারের সাথে আইসোলেশনে ছিলেন।
এদিকে শুক্রবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে সাত হাজার ৪৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডেই শনাক্ত হয়েছে দুই হাজার ৫০৩ জন।
মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ২৬ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা