কানাডিয়ান শিল্পী যারওয়ের গানে ‘খালেদা জিয়ার মুক্তি’
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জানুয়ারি ২০২২, ১৫:৪৩, আপডেট: ২২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবার গান গাইলেন কানাডিয়ান শিল্পী ডি যারওয়ে (jaroway)। ‘ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়া’ আয়োজিত অনুষ্ঠানে কানাডিয়ান শিল্পী ডি যারওয়ে গানের মাধ্যমে তার মুক্তির আবেদন জানান।
বার বার উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার আবেদন করেও সরকারের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন চরম অসুস্থ তিনবার জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
অবস্থা বিবেচনায় অনেক আগেই চিকিৎসকগণ তাকে বিদেশে চিকিৎসার জন্য রেফার করেন। কিন্তু দিনের পর দিন একজন সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে।
এরই ধারাবাহিকতায় শিল্পী যারওয়ে গানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরলেন।
‘ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়া’র প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, ‘ডি যারওয়ের গানে তুলে ধরা বিষয় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের কথা। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তার শারীরিক অবস্থার যে অবনতি দিন দিন ঘটছে তার জন্য দরকার উন্নত চিকিৎসা ব্যবস্থার। বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আজ একত্রিত হয়ে বেগম জিয়ার মুক্তির জন্য তার পাশে দাঁড়াতে হবে। তার হাতকে শক্তিশালী করে তুলতে হবে। তিনি যাতে তার নৈতিক অধিকার ফিরে পান সেজন্য সবাইকে লড়াই করতে হবে।’ প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা