নিউজিল্যান্ডে করোনায় আশার আলো, নতুন সংক্রমণ নেই
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মে ২০২০, ১৪:০৭
বিশ্বব্যাপী করোনাভাইরাস তাণ্ডব চালালেও নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে। দেশটিতে এই প্রথম সোমবার করোনায় কোনো নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি।
নিউজিল্যান্ডে গত মার্চ মাসে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এই প্রথম দেশটি নতুন সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সক্ষম হয়েছে। দেশটিতে লকডাউন কিছুটা শিথিল করার এক সপ্তাহ পর অবস্থার উন্নতি দেখা যাচ্ছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, সবাই নিজ জায়গা থেকে ভাইরাস প্রতিরোধে প্রচেষ্টা চালিয়েছে। বর্তমান পরিস্থিতি সেটাই প্রমাণ। আর এই কারণেই এই প্রথম আমাদের দেশে নতুন করো করোনা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। আমরা এখন এই অবস্থা ধরে রাখতে চাচ্ছি।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত এক হাজার ৪৮৭ জনের মধ্যে এক হাজার ২৭৬ জন সুস্থ হয়েছে। আর মোট মৃত্যুর সংখ্যা ২০ জন। সূত্র : আল জাজিরা