চারবার অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন এই পাদ্রি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬
অস্ট্রেলিয়ান কার্ডিনাল জর্জ পেল দুটি বালককে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জর্জ শিশুদের ওপর যৌন নিপীড়নের দায়ে দোষী সব্যস্ত হওয়া শীর্ষস্থানীয় ক্যাথোলিক পাদ্রি। তিনি পোপদের নির্বাচিত হতে সহায়তা করেছিলেন এবং ভ্যাটিকানের আর্থিক বিষয়টি দেখভাল করেন।
অস্ট্রেলিয়ার একটি আদালতে পেল একটি যৌন নিপীড়ন ও দুটি শিশুর সাথে চারবার অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯৯০-এর দশকে মেলবোর্নের সেইন্ট প্যাট্রিক’স ক্যাথেড্রালে অপরাধমূলক এই ঘটনাগুলো ঘটে।
৭৭ বছর বয়সী জর্জ সেই সময়ে ক্যাথেড্রালের একটি কামরায় নিয়ে গিয়ে ১২ ও ১৩ বছর বয়সী দুটি বালকের ওপর যৌন নিপীড়ন চালান। তিনি তার সাথে ওই শিশুদের জোরপূর্বক যৌন কর্মকা- চালাতে বাধ্য করেন।
সেপ্টেম্বর মাসে জুরিবোর্ড প্রাথমিকভাবে বিচারকাজ শেষ করে। তবে ১১ ডিসেম্বর তাকে দোষী সব্যস্ত করা হয়। অভিযুক্ত পাদ্রি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
মে মাস থেকে এই বিচারকার্য সম্পর্কে কোন ধরনের খবর প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
মঙ্গলবার প্রসিকিউটররা জর্জের বিরুদ্ধে আনা অভিযোগের দ্বিতীয় বিচারকার্য চালানোর সময় নিষেধাজ্ঞাটি তুলে নেয়।
জর্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেন।
নির্যাতিতদের একজন মিখায়েল আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, ‘এটা একটি অলৌকিক ঘটনা। এটা অবিশ্বাস্য।’
তিনি এই পাদ্রিকে চার্চে না, জেলখানায় দেখতে চান বলে জানিয়েছেন।
জর্জ যে দুটি শিশুকে নির্যাতন করেছিলেন, তাদের একজন ২০১৪ সালে মারা গেছে। অপরজন এক বিবৃতিতে জানান, চলমান আইনী প্রক্রিয়াটি কঠিন এবং এটি এখনো শেষ হয়ে যায়নি।
তার আইনজীবী মঙ্গলবার বিবৃতিটি প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘অন্যান্য ভুক্তভুগীর মতো আমারও লজ্জা লেগেছিল। তাদের মতো আমিও লজ্জা, নিঃসঙ্গতা, হতাশা ও কষ্ট সহ্য করেছি। এই ঘটনা আমার জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।
মার্কিন নাবিক ও নার্সের চুম্বনরত ভাস্কর্যে লাল কালিতে ‘#মি টু’
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নার্সকে আকস্মিক চুম্বন করেছিলেন একজন মার্কিন নাবিক। তারই আদলে গড়া তাদের ভাস্কর্যটি কে বা কারা লাল কালিতে ‘#মি টু’ লিখে নষ্ট করে দিয়েছে।
ফ্লোরিডার সারাসোটার পুলিশ বলেছে, যে নার্সকে চুম্বন করা হচ্ছিল তার পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত লাল কালির গ্রাফিতি দিয়ে ঢেকে দেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে এই দুষ্কর্মটি সোমবার করা হয়েছে। এর এক দিন আগে ওই নাবিক জর্জ মেন্দোন্সা ৯৫ বছর বয়সে মারা গেছেন।
এ দুস্কর্মের জন্যে ভাস্কর্যটির যে ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে এক হাজার মার্কিন ডলার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা