২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

অস্ট্রেলিয়ায় ক্যাপ্টেন কুকের ভাস্কর্য ভাঙচুর

- ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পৌঁছানো প্রথম ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন জেমস কুকের একটি মূর্তি অস্ট্রেলিয়ার জাতীয় দিবসের দু’দিন আগে লাল রঙ দিয়ে দূবৃত্তরা ঢেকে দিয়েছে। দূবৃত্তরা মূতিটি ভাঙচুরও করেছে।

শুক্রবার কর্তৃপক্ষ এ কথা জানায়। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত বছর ও একই সময়ে মূর্তি ভাঙচুর করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে এবং মূর্তির কাছে বেশ কিছু জিনিস পাওয়া গেছে।

স্থানীয় কাউন্সিলর ক্যারোলিন মার্টিন বলেন, ভাঙচুরকারীরা একটি মই ব্যবহার করে মূর্তিটি ভাঙচুর করেছে।

মার্টিন রেডিও স্টেশন ২জিবিকে জানিয়েছেন, ‘দূবৃত্তরা প্রথমে এটির চারপাশে রঙ ছিটিয়ে দিয়েছে। তারপর মূর্তির উপরে ওঠে হাত,মুখ এবং নাকের অংশ ভেঙে দেয়।’

অনেক আদিবাসী অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া দিবসের চুটিকে আক্রমণ দিবস হিসেবে মনে করে। তাই তারা দিবসটি পালন বন্ধ করার বিপক্ষে।

এদিকে শুক্রবার ‘সিডনি মর্নিং হেলাল্ড’ সংবাদপত্রের জরিপে দেখা গেছে ২৬ জানুয়ারি পালনের পক্ষে গত দু‘বছরে সমর্থন ৪৭ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশে পৌঁছেছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement