১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত

- ছবি : সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। বুধবার বার্তা সংস্থা এএফপির সর্বশেষ হিসেবে এই তথ্য পাওয়া গেছে।

সিডনি থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এএফপি আরো জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে চারজন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নিচ থেকে ছয়জন এবং একটি ভবনের ধংসস্তুপ থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নিচে আরো লাশ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে।

এদিকে, মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দুই শতাধিক লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরো জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিং মল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবন গুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাজধানীর আরো ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ব্রিজ এবং দু’টি বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দু’টি বড় জলাধার সম্পূর্ণরুপে ধংস হয়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

বিমাবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দুষিত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল