১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত - সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।

বুধবার বার্তা সংস্থা এএফপির সর্বশেষ হিসাবে এই তথ্য পাওয়া গেছে। সিডনি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

এএফপি আরো জানায়, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে চারজন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নিচ থেকে ছয়জন এবং একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নিচে আরো লাশ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০০ জনের বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরো জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিংমল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবনগুলোর অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাজধানীর আরো ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি সেতু এবং দু’টি বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দু’টি বড় জলাধার সম্পূর্ণরুপে ধ্বংস হয়ে গেছে। এ কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দূষিত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৫ রুশ জেনারেলকে হত্যার কৃতিত্ব দাবি ইউক্রেনের জাতিসঙ্ঘ মহাসচিবকে ২০২৫ সালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মিয়ানমার নিয়ে উদ্বেগের মধ্যেই রোহিঙ্গাদের প্রতি সমর্থন যুক্তরাষ্ট্রের ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ প্লাস্টিকের দাপটেও টি‌কে আছে গ্রামবাংলার ঐতিহ্য মৃৎশিল্প কাঁপছে পঞ্চগড়, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ইউক্রেন-রাশিয়া লড়াই করছে উত্তর কোরিয়ার সৈন্যরা উত্তর কোরিয়ার অর্থ-পাচার চক্রজালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় টাইগারদের শিক্ষার্থীদের নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান : প্রধান শিক্ষককে শোকজ

সকল