১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত - সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।

বুধবার বার্তা সংস্থা এএফপির সর্বশেষ হিসাবে এই তথ্য পাওয়া গেছে। সিডনি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

এএফপি আরো জানায়, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে চারজন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নিচ থেকে ছয়জন এবং একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নিচে আরো লাশ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০০ জনের বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরো জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিংমল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবনগুলোর অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাজধানীর আরো ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি সেতু এবং দু’টি বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দু’টি বড় জলাধার সম্পূর্ণরুপে ধ্বংস হয়ে গেছে। এ কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দূষিত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নজরুল বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা গাজায় শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চালাবে ইসরাইল? কাচের ফুলের ভাইরাল এই ছবিটি এআই নির্মিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের চৌগাছা সীমান্তে ৩৭ লাখ ৮০ হাজার টাকার ডলার উদ্ধার মামলায় অব্যাহতি চেয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ইসহাকের পরিবারের ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২ হাসিনার অপরাধের সমর্থনদাতাদের ক্ষমা চাওয়ার আহবান আমীর খসরুর ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন

সকল