০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায়

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় - ছবি : সংগৃহীত

ছোটদের জন্য সমাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে দিলো অস্ট্রেলিয়া সরকার। ফলে ১৬ বছরের কম বয়সীরা অস্ট্রেলিয়ায় আর সমাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। ফেসবুক, টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম প্রভৃতি সব প্রচলিত সমাজমাধ্যমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। অস্ট্রেলিয়ার সেনেটে এ-সংক্রান্ত বিল পাস হয়েছে। সমাজিক মাধ্যমের বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপ বিশ্বে প্রথম।

অস্ট্রেলিয়ার নতুন আইনে বলা হয়েছে, আগামী দিনে ১৬ বছরের কম বয়সী কাউকে সমাজিক মাধ্যম ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ছোটদের অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার দায়িত্ব সংস্থাগুলোরই। তারা তা না করতে পারলে অস্ট্রেলিয়া সরকারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। তিন কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ নির্দিষ্ট করা হয়েছে ওই সংস্থাগুলোর জন্য।

সমাজমাধ্যম ছোটদের জন্য নিষিদ্ধ করার বিল বুধবার অস্ট্রেলিয়ার সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সিনেটে এই বিলের পক্ষে ভোট পড়েছে ৩৪টি এবং বিপক্ষে ভোট পড়েছে ১৯টি। এছাড়া, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ্‌সে এর পক্ষে ১০২টি ভোট এবং বিপক্ষে ১৩টি ভোট পড়েছে।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, কিছু শিশু অধিকার সুরক্ষা কমিটির তরফে এই বিলের বিরোধিতা করা হয়েছে। তবে দেশের ৭৭ শতাংশের বেশি মানুষ শিশুদের জন্য সমাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে।

অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে আমেরিকার সাথে তাদের সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে বলে মনে করছেন অনেকে। এক্সের মালিক ইলন মাস্ক আমেরিকার নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তিনি এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার মতে, এ ভাবে পরোক্ষে অস্ট্রেলিয়া সরকার ইন্টারনেট ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী

সকল