১০.৭২ সেকেন্ডে অলিম্পিক্স স্বর্ণ জিতে দ্রুততম মানবী হলেন জুলিয়েন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ আগস্ট ২০২৪, ০৬:৪৭
সেমিফাইনালের আগে জামাইকার শেলি অ্যান ফ্রেজার-প্রাইস নাম তুলে নেয়ায় সকলে ভেবেছিলেন হাসতে হাসতে সোনা জিতবেন শাকারি রিচার্ডসন। বিশ্বের দ্রুততম মানবী হবেন তিনি। কিন্তু হতাশ করলেন শাকারি। অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। ১০.৭২ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপা জিতলেন শাকারি। ব্রোঞ্জ জিতলেন আমেরিকারই মেলিসা জেফারসন।
দৌড়ের আগে বৃষ্টি হওয়ায় ইভেন্ট শুরু হতে খানিকটা দেরি হয়। কিন্তু দৌড় শুরু হওয়ার পরে জুলিয়েনকে দেখে মনে হয়নি, ভিজা ট্র্যাকে দৌড়াতে কোনো সমস্যা হচ্ছে তার। উড়লেন জুলিয়েন। শুরুতেই এগিয়ে যান। শেষ পর্যন্ত লিড ধরে রাখেন। অনেক চেষ্টা করেও জিততে পারেননি শাকারি। ১০.৭২ সেকেন্ডে শেষ করে জাতীয় রেকর্ডও গড়লেন জুলিয়েন। স্বর্ণ জেতার পরে জুলিয়েনের উল্লাস বুঝিয়ে দিচ্ছিল এই জয়ের গুরুত্ব তার ও তার দেশের কাছে কতটা।
শাকারি প্রতিযোগিতা শেষ করেন ১০.৮৭ সেকেন্ডে। অর্থাৎ, জুলিয়েনের থেকে অনেকটাই পিছনে শেষ করেন তিনি। মেলিসা শেষ করেন ১০.৯২ সেকেন্ডে। অনেক বছর পরে অলিম্পিক্সে দৌড়ে পদক তালিকায় জামাইকার কোনও ক্রীড়াবিদ নেই। ফ্রেজার-প্রাইস নাম তুলে নেয়ায় একমাত্র টিয়া ক্লেটন ছিলেন ফাইনালে। তিনি শেষ করেন সপ্তম স্থানে।
অলিম্পিক্সে সেন্ট লুসিয়া এর আগে পর্যন্ত কোনো পদক জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপরাষ্ট্রের ট্রফি খরা কাটালেন জুলিয়েন। তা-ও রুপা বা ব্রোঞ্জ নয়, একেবারে সোনা জিতলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, যে অলিম্পিক্সে জ্যামাইকার কোনো পদক জয়ীকে দেখা গেল না সেই অলিম্পিক্সেই জন্ম নিলেন আর এক ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার দৌড়বিদ জুলিয়েন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা