২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অলিম্পিক্সে কেন পদক জিতে কামড় দেন অ্যাথলিটরা?

অলিম্পিক্সে কেন পদক জিতে কামড় দেন অ্যাথলিটরা? - প্রতীকী ছবি

পদক জিতে তাতে কামড় বসিয়েছেন অ্যাথলিট! এই ছবি তো অনেকেই দেখেছেন! তবে কখনো কি ভেবে দেখেছেন, একজন অ্যাথলিট অলিম্পিক্স বা অন্য কোনো গেমসে পদক জিতে এমনটা কেন করেন!

সাধারণত সোনার পদক জয়ী অ্য়াথলিটরা এমনটা বেশি করেন। অ্যাথলিটদের এই অভ্যাস অনেক পুরনো। যেকোনো ইভেন্টে তিনটি পদক থাকে। সোনা, রুপা, ব্রোঞ্জ।

এবার প্রশ্নে ফিরে আসি, কেন খেলোয়াড়রা পদক জয়ের পর তাতে কামড় বসান?

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অলিম্পিক হিস্টোরিয়ান্সের প্রেসিডেন্ট ডেভিড ওলেনচিনস্কি জানিয়েছিলেন, ক্রীড়াবিদরা এমনটা করেন, কারণ ফটোগ্রাফাররা তাদের করতে বলে।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে অলিম্পিক্স পদকে কামড়ানোর প্রক্রিয়া চলছে। কিন্তু আজকের সময়ে ফটোগ্রাফাররা অলিম্পিক্সে পদক জয়ীদের এই ধরনের ছবি তুলতে রাজি করান। এই ধরনের ছবি বিভিন্ন আঙ্গিক থেকে সংবাদপত্র ও ম্যাগাজিনে তুলে ধরা হয়।

দীর্ঘদিন ধরে ফটোগ্রাফাররা এই ছবিটি তোলার জন্য জোর দিয়ে থাকেন। তবে কবে থেকে কিভাবে পদক কামড়ানো শুরু হয়েছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

দাঁত দিয়ে সোনার পদক কামড়ানোর প্রথা অনেক পুরনো। স্পোর্টিং নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ১৮০০ সালে সোনার পদকে কামড়ানোর প্রথা শুরু হয়েছিল। ওই সময় পদক কামড়ে দেখে নেয়া হতো, সোনা আসল নাকি নকল!

আসল সোনা নরম। দাঁত দিয়ে কামড় দিলে তাতে কামড়ের দাগ পড়ে যায়। না হলে দাঁত দিয়ে যতই নকল সোনা কামড়ে ফেলুন না কেন, দাগ পড়বে না।

খাঁটি সোনার তৈরি পদক শেষবার দেয়া হয়েছিল ১৯১২ সালে। এর পর থেকে আর পদকে খাঁটি সোনা দেয়া হয় না।
সূত্র : নিউজ ১৮

 


আরো সংবাদ



premium cement
দক্ষ মানুষ শাসনভার গ্রহণ করলে দেশে শান্তি ফিরে আসবে : কর্নেল অলি সিরিয়ায় আগ্রাসন ও গ্রেটার ইসরাইল কুকুরের মরদেহই প্রমাণ করে সচিবালয়ের আগুন একটি ষড়যন্ত্র : সারজিস আলম দেশে ইসলামী ব্যাংকিংয়ের রূপরেখা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ ডলারের বিপরীতে রুপির পতন অব্যাহত চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান জব্ধ! নির্বাচনী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ভারতীয়দের গুলিতে বাংলাদেশী নিহত, পতাকা বৈঠকে বাংলাদেশের তীব্র প্রতিবাদ আফগানিস্তানে শুধু নারীদের জন্য ফটো স্টুডিও চালু

সকল