০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভালোবাসার শহরে অলিম্পিক ২০২৪

- ছবি : ডয়চে ভেলে

ভালোবাসার শহর প্যারিস। শহরের প্রতীক আইফেল টাওয়ার দেখতে যেমন ছুটে আসেন লাখো পর্যটক, তেমনি সবাইকে টানে ল্যুভর মিউজিয়াম। ওই শহরেই শুরু ক্রীড়াঙ্গনের ‘গ্রেটেস্ট শো অন আথ’ অলিম্পিক গেমস।

নদীতে উদ্বোধনী অনুষ্ঠান
সিন নদীতে আজ শুক্রবার উদ্বোধন হবে প্যারিস অলিম্পিকের। উদ্বোধনী প্যারেডের জন্য সাধারণত ব্যবহার করা হয় প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম। তবে এবার অলিম্পিকের মূল থিম ‘গেমস ওয়াইড ওপেন’-কে সামনে রেখে অনুষ্ঠান সরিয়ে নেয়া হয়েছে রাজধানীর কেন্দ্র থেকে। ৫ লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে উপভোগ করবেন এই অনুষ্ঠান। ৬ থেকে ৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে পাড়ি দেবেন সিন নদীর ৬ কিলোমিটার। ১২টি ভাগে ভাগ করা অনুষ্ঠানে অংশ নিবেন তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী। শিল্পীরা থাকবেন সিনের দুই তীর, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভে।

অনুষ্ঠানের পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।

৩২ খেলার ৩২৯ ইভেন্ট
২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধনের পর অলিম্পিকের পর্দা নামবে ১১ আগস্ট। মোট খেলা ৩২টি আর ইভেন্ট ৩২৯টি। ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন প্যারিস অলিম্পিকে।

শনিবার (২৭ জুলাই) প্রথম পদকের লড়াই হবে শ্যুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট।

রাশিয়ার অ‌্যাথলেটরা যেমন দেশের পতাকা ব‌্যবহার করতে পারবেন না, তেমনি পদক জিতলে জাতীয় সংগীতও গাইতে পারবেন না। তাদের খেলতে হচ্ছে ‘নিউট্রাল অ‌্যাথলেট’ হিসেবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করায় বেলারুশের প্রতিযোগীদেরও খেলতে হচ্ছে ‘নিউট্রাল অ‌্যাথলেট’ হিসেবে।

নতুন যত খেলা
ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পুল সবখানেই নতুনত্বের ছোঁয়া প্যারিসে। যোগ হয়েছে নতুন কিছু ইভেন্ট। এর অন্যতম ব্রেকিং। এটা চিরাচরিত ব্রেক ড্যান্স। এতে চার ধরনের মুভমেন্ট থাকে, টপ-রক, ডাউন-রক, পাওয়ার মুভ ও ফ্রিজ। ব্রেকড্যান্সিং ২০১৮ সালের যুব অলিম্পিক গেমসে অভিষেক হয়েছিল। তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে না ব্রেকিং।

ব্রেকিংয়ে বি-গার্লস ও বি-বয়েজের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডিজের বাজানো তাৎক্ষণিক ট্র্যাকের সাথে ১৬ জন বি-গার্লস ও ১৬ জন বি-বয়েজ আলাদা করে একে অন্যের মুখোমুখি হবেন।

ক্যানোই স্লালোমের ছাতার তলায় নতুন বিভাগ কায়াক ক্রসও থাকবে প্যারিসে। চারজন অ্যাথলেট পানিতে লড়াই করবেন একে অপরের বিপক্ষে। প্রথমবার হতে যাওয়া আর্টিস্টিক সুইমিং কম্পিটিশনে থাকছেন পুরুষরা। মেয়েদের বক্সিংয়ে থাকছে নতুন একটি বিভাগ।

অন্যদিকে পুরুষদের বক্সিংয়ে আবার কমেছে একটি বিভাগ। শুটিংয়ে এবার মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টের বদলে থাকছে মিক্সড টিম স্কিট ইভেন্ট।

লাকি লুজার
২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড়, এমনকি হার্ডলসেও থাকছে নতুন নিয়ম, এর নাম ‘লাকি লুজার’। হিটে একবার হারের পরেও ভালো পারফরম্যান্স থাকলে আবার জুটতে পারে সুযোগ! সেমিফাইনালে উঠতে না পারাদের নিয়ে একটি হিটের ব্যবস্থা থাকছে। অনেকটা কুস্তিতে থাকা রপেসঁর মতো, সেখানে জিতলে ‘লাকি লুজাররা’ সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন।

মাসকট
অলিম্পিক গেমসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম মাসকট। আয়োজক দেশের সংস্কৃতির পরিচয় বহন করে এই মাসকট। এবারের গেমসের মাসকট ‘দ্য অলিম্পিক ফ্রাইরেজ’। এর আকৃতি দেয়া হয়েছে ছোট্ট ট্র্যাডিশনাল ফ্রাইরেজ হ্যাট বা টুপির মতো। স্বাধীনতা, ঐক্য, সামাজিক ও মানবিক কাজে সংঘবদ্ধ হওয়ার প্রতীক এই ফ্রাইরেজ হ্যাট।

ফরাসি বিপ্লবের ইতিহাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই প্রতীক। রোমান সভ্যতার সময়ে যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলেন, তাদের স্বাধীনতাকে তুলে ধরে এই টুপি।

লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে এই মাসকটকে। এর মূল উদ্দেশ্য সব মানুষ একসাথে কাজ করলে বিশ্বকে কত সুন্দর করে তোলা যায় ওই বার্তার প্রসার ঘটানো।

প্রাইজমানি
অলিম্পিক গেমসে অ্যাথলেটরা সাধারণত অর্থ পেয়ে থাকেন তাদের স্পনসরদের কাছ থেকে। তাই অলিম্পিক গেমসের প্রাচীন বা আধুনিককালের কোনো সময়েই পদকজয়ীরা কোনো প্রাইজমানি পান না।

ব্যতিক্রম হচ্ছে এবার। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন ঘোষণা দিয়েছে প্রাইজমানির। প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৪৮টি ইভেন্টের অ্যাথলেটদের জন্য তারা প্রাইজমানি দেবে ২.৪ মিলিয়ন ডলার। সোনাজয়ী অ্যাথলেটদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার ডলার।

এই অর্থ প্রতি চার বছরে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনকে দেয়া আইওসির অনুদান থেকে দেয়া হবে। রুপা বা ব্রোঞ্জ জেতা অ্যাথলেটদের এবার কোনো অর্থ পুরস্কার দেয়া হবে না। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে তাদেরও অর্থ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো।

যাদের উপর আলো
মাইকেল ফেলপস বা উসাইন বোল্টের মানের তারকা নেই এখন। তারপরও আলাদা নজর থাকবে কেলেব ড্রেসেলের উপর। সাঁতারের সর্বকালের অন্যতম সেরা এই স্প্রিন্টার টোকিও অলিম্পিকে জিতেছিলেন পাঁচটি সোনা। যুক্তরাষ্ট্রের এই তারকা আট মাস বিরতি নিয়ে সাঁতারে ফিরেছেন এ বছরের শুরুতে।

যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোহা লাইলস বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন ছয়টি সোনা। ২০০ মিটার স্প্রিন্টে তার ১৯.৩১ সেকেন্ড টাইমিং সর্বকালের চতুর্থ দ্রুততম। গত বিশ্বচ্যাম্পিয়নশিপে ৯.৮৩ সেকেন্ড টাইমিংয়ে জিতেছেন ১০০ মিটারের সোনা। উসাইন বোল্টের পর অলিম্পিকে ট্রেবল সোনা জয়ের অন্যতম ফেবারিট ২৭ বছরের এই স্প্রিন্টার।

‘পকেট রকেট’ খ্যাত জ্যামাইকার শ্যালি অ্যান ফ্রেজার ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় বলবেন প্যারিসেই। অলিম্পিকে ৩ সোনাসহ ৮ পদকজয়ী ৩৭ বছরের এই তারকা নিশ্চিতভাবে চাইবেন শেষটা রাঙাতে।

রিও অলিম্পিকে চারটি সোনাজয়ী জিমন্যাস্ট সিমোনা বাইলস টোকিও অলিম্পিকে ভুগছিলেন মানসিক অবসাদে। টোকিওতে কেবল একটি রুপা আর ব্রোঞ্জ জেতা বাইলস গত বিশ্বচ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতে ফিরে এসেছেন স্বমহিমায়। এছাড়া কেটি লিডিকি, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, টম ডেলি, এলুইড কিপচোগের ওপরও থাকবে আলো।

শুরুটা বিতর্ক দিয়ে
আনুষ্ঠানিক উদ্বোধনের আগে শুরু হয়েছে ফুটবল, রাগবি। ফুটবলে আর্জেন্টিনা-মরক্কোর প্রথম ম্যাচেই হয়েছে বিতর্ক। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময় দেয়া হয়েছিল ১৫ মিনিট। আর্জেন্টিনার হয়ে নিকোলাস মেদিনা দ্বিতীয় গোলটি করেন ১৬তম মিনিটে! ম্যাচে সমতা ফেরে ২-২ এ।

এটাই মানতে পারেননি ক্ষুব্ধ মরক্কোর সমর্থকরা। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর আগেই গ্যালারি থেকে উড়ে আসতে থাকে বোতল। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। বাধ্য হয়ে রেফারি ম্যাচ স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত নেন।

ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টা। এরপর মাঠে ফেরানো হয় দুই দলকে, জানানো হয় অফসাইডের জন্য হয়নি মেদিনার গোলটি! এটাকে ‘সার্কাস’ বলেছেন আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

এছাড়া প‌্যারিস অলিম্পিক খেলতে এসেছেন ধর্ষণে সাজাপ্রাপ্ত নেদারল‌্যান্ডসের বিচ ভলিবল খেলোয়াড় স্টিভেন ভ‌্যান ডি ভেল্ডে! বিতর্ক হচ্ছে এ নিয়েও। ২০১৪ সালে এক ব্রিটিশ কিশোরীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল ভেল্ডের বিরুদ্ধে। তার চার বছরের সাজাও হয়েছে। সেই ডি ভেল্ডেকে দলে রাখায় সমালোচনা হচ্ছে ডাচ ভলিবল দল নিয়ে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
এ সরকার জনপ্রত্যাশার কী করবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা

সকল