১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন টেনিসে শীর্ষ র‌্যাঙ্কধারী সিনার

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন টেনিসে শীর্ষ র‌্যাঙ্কধারী সিনার - ছবি : সংগৃহীত

টনসিল সমস্যায় অসুস্থ হয়ে পড়ায় প্যারিস অলিম্পিকে পুরুষ টেনিস ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান খেলোয়াড় ইয়ানিক সিনার।

অলিম্পিকে খেলতে না পারায় হতাশা প্রকাশ করে ২২ বছর বয়সী ইতালিয়ান সিনার এক বিবৃতিতে বলেন, ‘চিকিৎসকের সাথে মঙ্গলবার কথা হয়েছে। তিনি আমাকে এক দিন বেশি সময় দিয়েছিলেন। কিন্তু দূর্ভাগ্যবশতঃ সমস্যাটা আরো বেড়েছে। অলিম্পিকে ইতালিয়ান দলের হয়ে কোর্টে নামতে চেয়েছিলাম। কিন্তু আমাকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী এখন আমাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে। আমি অলিম্পিকে অংশ নেয়া পুরো ইতালিয়ান দলকে শুভকামনা জানাতে চাই। আশা করছি, ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে গেমসে অংশ নিতে পারব।’

সিনার জানান, এবারের মৌসুমে অলিম্পিকে খেলার লক্ষ্য স্থির করেছিলেন তিনি। একক ছাড়াও দ্বৈতে লোরেঞ্জো মুসেত্তির সাথে তার কোর্টে নামার কথা ছিল। উইম্বলডন সেমিফাইনালিস্ট মুসেত্তি এখন ডাবলসে লুসিয়ানো ডারডেরি অথবা মাত্তেও আরনালডিকে নিয়ে খেলতে নামবেন।

সিনারের স্থানে পুরুষ এককের ড্রতে বিশ্বের ২০৬ নম্বর র‌্যাঙ্কধারী আন্দ্রে ভাভাসোরির স্থলাভিষিক্তের বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান গণমাধ্যম।

সিনারের বিদায়ে ইতালির পদক প্রাপ্তির বড় আশা শেষ হয়ে গেল।

গত বছর নভেম্বরে এটিপি ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে রানারআপ হওয়ার পর নিজেকে দারুণভাবে সমৃদ্ধ করেছেন সিনার। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করেন। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে খেলার পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করেন। এ বছর মিয়ামিতে মাস্টার্স ১০০০ শিরোপাসহ আরো তিনটি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন। কোমরের ইনজুরির কারণে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালের আগে নাম প্রত্যাহার করে নেন। এরপর রোমেও খেলতে পারেননি সিনার।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল