১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

বিভাগীয় ফুটবল ও অ্যাথলেটিক্স

- ছবি : সংগৃহীত

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে দেশব্যাপী মহিলা ফুটবল ও অ্যাথলেটিক্স আয়োজন করা হচ্ছে। বয়সভিত্তিক মহিলা ফুটবলে প্রতিবিভাগ থেকে চারটি করে দল নেয়া হবে। এই দলগুলো বিভাগীয় পর্যায়ে ম্যাচ খেলে সেখানকার চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। নিজ নিজ বিভাগের বাইরে অন্য কোনো বিভাগের খেলোয়াড়রা খেলতে পারবে না। ডাবল লিগ পদ্ধতিতে হবে খেলা। বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে।

আর অ্যাথলেটিক্স হবে প্রতি জেলার অংশগ্রহণে। প্রথমে ১৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ে অংশ নেবেন অ্যাথলেটরা। এরপর ৮ বিভাগের সেরাদের নিয়ে ৭ ফেব্রুয়ারি ঢাকায় হবে ফাইনাল রাউন্ড। প্রতি জেলার দলে ২০ জন করে অ্যাথলেট থাকতে হবে। এর জন্য প্রতি দলকে দেয়া হবে ২০ হাজার টাকা করে।

এছাড়া ১৭-১৯ ফেব্রুয়ারি জাতীয় অ্যাথলেটিক্স বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রতি রেকর্ডের জন্য ২০ হাজার টাকা এবং প্রতি স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য পাঁচ, তিন ও দু’হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশনের সভায়।


আরো সংবাদ



premium cement