বিকেএসপির অ্যাথলেট তামিমের স্বর্ণপদক অর্জন
- আমান উল্লাহ পাটওয়ারী সাভার (ঢাকা)
- ০৬ নভেম্বর ২০২৪, ১৯:৫৮
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেট তামিম হোসেন তাইওয়ানে ন্যাশনাল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
বুধবার ( ৬ নভেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে ১৪ দশমিক ৭৭ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতেন তিনি।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মলয়েশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে। ১০ সদস্যবিশিষ্ট বিকেএসপি দলটি গত রোববার রাতে যাত্রা করেন। প্রতিযোগিতাটি আগামী ৯ নভেম্বর শেষ হবে বলে জানা গেছে। দলটি আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বিকেএসপি দলের কোচের দায়িত্ব পালন করছেন ফৌজিয়া হুদা জুই ও শাহাদাত হোসেন ভূইয়া।
তাইওয়ান থেকে জুই বলেন, ‘ইতোমধ্যে আমাদের একজন অ্যাথলেট স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে দু’জন। ভালো ফলাফল প্রত্যাশা করছি।’
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম অ্যাথলেট তামিমের স্বর্ণপদক অর্জনে তাকে অভিনন্দন জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা