২৩ আগস্ট ২০২৪, ৮ ভাদ্র ১৪৩১, ১৭ সফর ১৪৪৬
`

আফগানিস্তানে বন্যায় ৩৫ জনের প্রাণহানি, আহত ২৫০

- ছবি - ইন্টারনেট

আফগানিস্তানে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২৫০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বিকেলে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটে।

নানগারহারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রাদেশিক পরিচালক কুরিশি বাদলন জানান, প্রাদেশিক রাজধানী জালালাবাদ, সুখ রদ জেলা এবং পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশের আশপাশের এলাকাগুলোতে এই দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আগে সোমবার সকালে নানগারহারের পার্শ্ববর্তী কুনার প্রদেশেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে পাঁচজনের প্রাণহানি ঘটে।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত মে মাস থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

সূত্র : সিনহুয়া


আরো সংবাদ



premium cement