০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময়ের জন্য চাপ দিচ্ছে আফগানিস্তানের তালেবান

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকার বুধবার ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আটক আফগানদের বিনিময়ে যুক্তরাষ্ট্রের দুই বন্দীকে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করবে।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকে বন্দী মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও দু’পক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আফগানিস্তানের শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আমাদের নাগরিকরা যুক্তরাষ্ট্র ও গুয়ানতানামোতে বন্দী রয়েছেন। এর বিনিময়ে আমাদের বন্দীদের মুক্তি দেয়া উচিত। তাদের বন্দীরা যেমন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, আফগানরাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’

দোহা থেকে ফেরার পরপরই মুজাহিদ আফগানিস্তানের রাজধানীতে এ কথা বলেন। দোহায় তিনি আফগানিস্তানের বিষয়ে আন্তর্জাতিক দূতদের সাথে জাতিসঙ্ঘ আয়োজিত দু’দিনের বিরল বৈঠকে তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সোমবার বৈঠক শেষ হয়।

কাতারের রাজধানীতে জাতিসঙ্ঘের সম্মেলনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র নিশ্চিত করেন, আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত থমাস ওয়েস্ট ও রিনা আমিরি দোহায় তালিবান প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন।

তালেবান বলছে, স্থানীয় অভিবাসন ও অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে আফগানিস্তানের কারাগারে বন্দী ‘বেশ কয়েকজন বিদেশী নাগরিকের’ মধ্যে যুক্তরাষ্ট্রের এই দুই নাগরিকও আছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও স্বজনরা আটকদের মধ্যে একজনকে রায়ান করবেট বলে শনাক্ত করলেও দ্বিতীয় ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

তালেবান ক্ষমতায় ফিরে আসার এক বছর পর ২০২২ সালের আগস্টে করবেটকে আটক করা হয়। আফগানিস্তানে প্রায় ২০ বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্যের সেনা প্রত্যাহারের পর তালেবান কাবুলে ক্ষমতায় ফিরে আসে।

করবেটের পরিবার এবং যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বারবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে তার নিরাপদ ও দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য আরো কিছু করার আহ্বান জানায়। আটকের পর থেকে করবেট তার স্ত্রী এবং তাদের তিন সন্তানের সাথে যোগাযোগ করতে পেরেছেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ প্রথম দিনই ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের বেহাল দশা, চলাচলে ভোগান্তি টিকটকার মোতালেবকে খুঁজছেন তার বাবা ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি চাকরিপ্রার্থীদের পাথরঘাটায় ময়নাতদন্তে ভালো প্রতিবেদন দেয়ার প্রলোভনে টাকা দাবি রফতানি তথ্যে অসঙ্গতির জন্য এনবিআর ও ইপিবিকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংক গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিলো কুয়েত কালীগঞ্জে কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা গুজরাটে বহুতল ভবন ধসে আহত ১৫, আটকে আছে অনেকে কোন পথে হাঁটবেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান?

সকল