০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫
`

চীনে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরিয়ে নেয়া হয়েছে আড়াই লাখ মানুষকে

চীনে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরিয়ে নেয়া হয়েছে আড়াই লাখ মানুষকে - ছবি : সংগৃহীত

চীনের পূর্বাঞ্চল থেকে প্রায় আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির বিস্তৃত এলাকাজুড়ে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় এবং ইয়াংজি এবং অন্যান্য নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব লোককে সরিয়ে নেয়া হয়।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ কথা জানায়।

সিনহুয়া জানায়, ঝড়বৃষ্টির কারণে আনহুই প্রদেশের নয় লাখ ৯১ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মঙ্গলবার বিকেল নাগাদ এ অঞ্চল থেকে দুই লাখ ৪২ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে প্রবল বর্ষণ থেকে শুরু করে ব্যাপক তাপমাত্রার ভয়াবহ আবহাওয়া বিরাজ করতে দেখা যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারাবিশ্বে ভয়াবহ আবহাওয়াজনিত ঘটনা আরো বৃদ্ধি পাচ্ছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement