ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুন ২০২৪, ১০:৪০, আপডেট: ২১ জুন ২০২৪, ১০:৪১
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চল পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার সকালে বড় ধরনের ক্ষতি ছাড়াই এই ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা।
সংস্থাটি জানায়, আজ জাকার্তার স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইয়ালিমো রিজেন্সি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের কম্পনে বড় ধরনের ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা না থাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রাদেশিক আবহাওয়া সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যারোলিন সিনহুয়াকে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর কর্মকর্তারা পাননি।
ইন্দোনেশিয়া একটি দ্বীপপুঞ্জ, ভূমিকম্পের সক্রিয় ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত, এটি ভূমিকম্পের জন্য সংবেদনশীল।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা