ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভূমিধসে নিহত ৪
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২৪, ১৯:৫৪
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভূমিধসে এক নারী ও দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জুন) দেশটির স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এন্দে অঞ্চলের দক্ষিণ রেওয়ারাঙ্গা গ্রামে পরিবারটির সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
এন্দের পুলিশ প্রধান সুদারমিন সাইফরুদিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ১০ মিটার উঁচু পাহাড়ের কাছে ১২ বর্গমিটারের একটি বাড়িতে থাকত পরিবারটি।
সায়াফ্রুদ্দিন বলেন, ‘ভূমিধসের সময় ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। ভোরের দিকে তারা যখন ঘুমিয়ে ছিলেন, তখনই এই বিপর্যয় ঘটে।’
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা