আরাকান আর্মির হাতে গ্রেফতার কয়েক শ জান্তা সেনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মে ২০২৪, ২৩:২২
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জান্তা বাহিনীর আরেকটি বড় ঘাঁটির পতন হয়েছে। আজ সোমবার (৬ মে) সেখান থেকে কয়েক শ’ জান্তা সেনাকে বন্দী করেছে আরাকান আর্মি।
আরাকান আর্মি প্রকাশিত এক ভিডিওতে বলা হয়েছে, রাজধানী সিত্তে থেকে ৯০ কিলোমিটার দূরে বুথিডং শহরে মিলিটারি অপারেশনস কমান্ড-১৫ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তবে কখন এটি নিয়ন্ত্রণ নেয়া হয়েছে, তার সময় উল্লেখ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কয়েক দিন ধরে সেখানে লড়াই চলছিল। সেখানে চূড়ান্ত হামলা শুরুর পর জান্তা সেনারা পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করেছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাখাইনে সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষ জোরদার হয়ে উঠেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে আরাকান আর্মির সাথে তাদের যুদ্ধবিরতি ছিল। কিন্তু নভেম্বর থেকে ওই যুদ্ধবিরতি ভেঙে যায়।
সূত্র : সিএনএন