ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ এপ্রিল ২০২৪, ২২:৪৮
ইতিহাসের উষ্ণতম এপ্রিল মাসের মুখোমুখি হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। গতকাল রোববার (২৮ এপ্রিল) দেশটিতে সর্বোচ্চ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) মিয়ানমারের আবহাওয়া বিভাগ দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে রাজ্যের চাউক শহরে তাপমাত্রা পারদ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ৫৬ বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরু করার পর মিয়ানমারের ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা।
একই দিন দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত ইয়াঙ্গুনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে। এছাড়া দেশটির আরেক শহর মান্দালয়ে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া