১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চীনা অর্থায়নের খাল প্রকল্পে স্বচ্ছতার আহ্বান কম্বোডিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের

চীনা অর্থায়নের খাল প্রকল্পে স্বচ্ছতার আহ্বান কম্বোডিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের - ফাইল ছবি

চীনের প্রস্তাবিত ১.৭ বিলিয়ন ডলার অর্থায়নের একটি খাল প্রকল্পে স্বচ্ছ থাকার জন্য কম্বোডিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পানিসম্পদ ব্যবস্থাপনায় এই প্রকল্পটি প্রতিবেশী ভিয়েনামের ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানাল।

নমপেনে মার্কিন দূতাবাস মুখপাত্র ওয়েসলি হোলজার ভোয়া খেমেরকে ইমেইলযোগে বলেন, কম্বোডিয়ার জনগণ, এর প্রতিবেশী দেশগুলোর জনসাধারণ স্বচ্ছ প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারে।

ফুনান টেকো ক্যানেল নামের প্রস্তাবিত এই খালটি ভিয়েতনামে বেশ ক্ষোভের সৃষ্টি করেছে। কারণ এতে উজান থেকে পানির প্রবাহে বিরূপ প্রভাব ফেলতে পারে। কম্বোডিয়া গত মে মাসে ১৮০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির ব্যাপারে সবুজসঙ্কেত দেয়। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশবিশেষ। এটি উপকূলীয় প্রদেশ কেপকে কান্দাল ও টেকেওয়ের সাথে যুক্ত করবে। এটি উজানে ১০০ মিটার এবং ভাটিতে ৮০ মিটার প্রশস্ত হবে। এর গভীরতা হবে ৫.৪ মিটার।

কম্বোডিয়ার গণপূর্ত ও পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র ফান রিম ভোয়া খেমেরকে প্রকল্পটির কথা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র মেকং রিভার কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র : এএনআই


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল