১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়ায় অংশ নেবে ফিলিপাইন

যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়ায় অংশ নেবে ফিলিপাইন - ফাইল ছবি

ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। সোমবার শুরু হওয়া এই মহড়ায় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের ১৬,৭০০-এর বেশি সৈন্য অংশ নেবে।

মহড়াটি হবে ফিলিপাইনের উত্তর ও পশ্চিম অংশকে কেন্দ্র করে। স্থানটি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের কাছাকাছি। আর এই দুটি স্থান নিয়ে চীনের সাথে উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, চীন দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানকে নিজের এলাকা মনে করে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ অনেকেই তা মেনে নিচ্ছে না। যুক্তরাষ্ট্র এখনো তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে তারা শক্তিপ্রয়োগ করে বিদ্যমান স্থিতিবস্থা ভাঙার বিপক্ষে।

ফিলিপাইনের কোস্ট গার্ড মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্ডো বালিলো বলেন, এই প্রথমবারের মতো ফিলিপাইনের উপকূলীয় রক্ষী বাহিনীর জাহাজ যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়ার নাম দেয়া হয়েছে বালিকাতান। তাগালোগ ভাষার এই শব্দটির অর্থ হচ্ছে 'কাঁধে কাঁধ রেখে।'

তিনি বলেন, তাদের ছয়টি জাহাজ এতে অংশ নেবে।


সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


আরো সংবাদ



premium cement