ব্যাপক পরিবর্তন হচ্ছে চীনা অর্থনীতিতে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ এপ্রিল ২০২৪, ০৬:০২
ব্যাপক পরিবর্তনের ফলে অর্থনীতি নিয়ে চীনা ভবিষ্যদ্বাণী ফলপ্রসূ হচ্ছে না। শীর্ষস্থানীয় এক অর্থনীতিবিদ বলেছেন, এমন পরিস্থিতিতে প্রথম কোয়ার্টারে ৫.৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হয়ে পড়বে।
সাংহাই ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের সভাপতি লিউ ইয়ানচুন বলেন, কোভিডের আতঙ্ক-জাগানিয়া প্রভাব আশঙ্কার চেয়েও অনেক গভীর ও বিস্তৃত হয়েছে। কাঠামোগত সমন্বয়সাধন এবং হালনাগাদ করা পরিকল্পনার চেয়ে দ্রুততর গতিতে হচ্ছে। স্থানীয় সরকারগুলোর আর্থিক অবস্থা চিন্তার চেয়ে দ্রুতহারে খারাপ হচ্ছে।
তিনি বলেন, বিশ্বজুড়ে যে বিরাট পরিবর্তন হচ্ছে, তা ১০০ বছরেও দেখা যায়নি। অর্থনৈতিক ঝুঁকিগুলোর চেয়ে অর্থনৈতিক-বহির্ভূত ঝুঁকিগুলো বেশি করে আত্মপ্রকাশ করছে।
তিনি বলেন, সাম্প্রতিক অতীতে চীনের উন্নয়ন এবং আশু ভবিষ্যতকে ভারসাম্যহীন করে তুলতে পারে। আর নতুন সমীকরণ সৃষ্টি হতে সময় লাগবে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট