১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তাইওয়ান-সংলগ্ন প্রদেশে চীনা ছাত্রদের উপস্থিতির তদন্ত করবে ফিলিপাইন

তাইওয়ান-সংলগ্ন প্রদেশে চীনা ছাত্রদের উপস্থিতির তদন্ত করবে ফিলিপাইন - ছবি : সংগৃহীত

ফিলিপাইন তাদের ক্যাগান প্রদেশে চীনা ছাত্রদের ব্যাপক উপস্থিতি নিয়ে তদন্ত করার কথা ঘোষণা করেছে। এই প্রদেশটি তাইওয়ান-সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থিত।

ক্যাগানে চীনা নাগকিদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে নিরাপত্তাগত উদ্বেগ প্রকাশ করেছে ফিলিপাইনের সামরিক বাহিনী। এই প্রদেশে দুটি সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ব্যবহার করে। দুই দেশের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় প্যাসিফিক এলাকায় কোনো দেশ আক্রান্ত হলে তারা সম্মিলিতভাবে তা মোকাবেলা করার কথা।

অবশ্য এক নিরাপত্তা বিশেষজ্ঞ এ ধরনের উদ্বেগ বাতিল করে দিয়ে বলেছেন, চীনা নাগরিকদের বৃদ্ধির কারণ রাজনীতিবিদদের দুর্নীতি। এখানে নিরাপত্তাগত কোনো উদ্বেগ নেই।

চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ফিলিপাইন ও তাইওয়ান উভয়ে সোচ্চার হওয়ার প্রেক্ষাপটে চীনা ছাত্রদের উপস্থিতি নিয়ে এই অভিযোগ আনা হলো।

তবে ফিলিপাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা চীনা নাগকিরদের উপস্থিতি বৃদ্ধির বিষয়টি গুরুতরভাবে গ্রহণ করেছে এবং এ নিয়ে তদন্তে পুলিশের সাথে সমন্বয় করবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ওই প্রদেশে প্রায় ৪,৬০০ চীনা নাগরিক অবস্থঅন করছে। তারা তুগুইগারাও নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল