১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চীনের সাথে দুদার্তের করা চুক্তিতে সার্বভৌমত্বের ব্যাপারে আপস থাকতে পারে

চীনের সাথে দুদার্তের করা চুক্তিতে সার্বভৌমত্বের ব্যাপারে আপস থাকতে পারে - ফাইল ছবি

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র বেইজিং এবং সাবেক প্রেসিডেন্ট রডরিগো দুদার্তের মধ্যকার পশ্চিম ফিলিপাইন সাগর নিয়ে হওয়া চুক্তিটিকে 'গোপন চুক্তি' হিসেবে অভিহিত করে বলেছেন, এর ফলে ম্যানিলার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার সাথে আপস করা হয়ে থাকতে পারে।

মার্কোস শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এক মিডিয়া সাক্ষাতকারে ইয়ুনজিন শোল নিয়ে অতীত সরকারের সাথে ম্যানিলার চীনা দূতাবাসে তথাকথিত জেন্টলম্যান চুক্তির কথা প্রকাশ করার প্রেক্ষাপটে এই মন্তব্য করেন। ফিলিপাইন ওই এলাকাকে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দাবি করলেও চীনও সেটাকে নিজেদের বলে ঘোষণা করেছে।

তিনি বলেন, এখন চীনা দূতাবাস নিশ্চিত করার পর আমরা জানতে পারছি যে একটি গোপন চুক্তি হয়েছিল। এখন প্রশ্ন হলো তাতে কী ছিল।

তিনি বলেন, দুদার্তে প্রশাসন চীনকে কী প্রতিশ্রুতি দিয়েছিল?

সূত্র : ফিলস্টার


আরো সংবাদ



premium cement

সকল