০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

প্রেমে পড়েছেন উত্তর কোরিয়ার শাসক!

প্রেমে পড়েছেন উত্তর কোরিয়ার শাসক! - ছবি : সংগৃহীত

'স্বৈরাচার' বলে কি তার জীবনে থাকবে না প্রেম, থাকবে না যৌনতা? দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জন উন সম্পর্কে সাধারণ মানুষের তেমনই ধারণা হলেও কিম স্বয়ং নাকি এতদিন ডুবে ডুবে পানি খাচ্ছিলেন বলেই খবরে প্রকাশ। জানা যাচ্ছে, তিনি চুটিয়ে প্রেম তো করেছেনই, এমনকি ইতিমধ্যে বাবাও হয়ে উঠেছেন। কিন্তু তা অতি গোপনে। এতই গোপনে কাক-পক্ষী পর্যন্ত তা এতদিন টের পায়নি। তবে, কোনো অসতর্ক মুহূর্তে কিমকে নাকি তার প্রেমিকার সাথে দেখা গিয়েছে। আর তাতেই সাড়া পড়ে গেছে বিশ্বজুড়ে।

কিমের প্রেমিকা বলে যাকে চিহ্নিত করা গিয়েছে, তিনি উত্তর কোরিয়ার পপ স্টার এবং বর্তমানে কিমের পার্সোনাল সেক্রেটারি। উত্তর কোরিয়ার অন্যতম বিখ্যাত মেয়েদের ব্যান্ড 'মোরানবঙ'। সেখানে পারফর্ম করতেন হিয়ঁ সং-উল নামের এই সুন্দরী তরুণী।

গত সপ্তাহে পিঙগ্যাঙ নামের একটি জায়গায় কিম-প্রেমিকা হিয়ঁ সং-উলকে কিমের সাথে দেখা গিয়েছে। সেখানে তাকে একেবারে ফোনে আঠার মতো এঁটে থাকতে দেখা গেছে। যদিও ঠিক সেই সময়েই অন্য সহায়কেরা মরিয়া হয়ে কিমের নোট নিচ্ছিল বলেই দেখা গিয়েছে। এর থেকেই আরো গুজব ছড়ায়। এক স্পাইমাস্টার জানান, কিমের সাথে হিয়ঁ সং-উলের সম্পর্কের সবটা ঠিক পেশাদারিত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না।

সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, শুধু প্রেম করাই নয়, কিম সেই সম্পর্কের জেরে বাবাও হয়েছেন। সেই ছেলের নাম রাখা হয়েছে কিম ২-বং। তবে কিমের বিয়ে আগেই হয়েছে। তার স্ত্রীর নামও জানে সকলে- রি সল-জু। রি সল-জু-র গর্ভে কিমের যে ছেলে জন্মেছে, সে নাকি খুবই দুবলা-পাতলা। তবে কিমের যেটি তথাকথিত অবৈধ সন্তান, সে নাকি তার বাবার মতোই খুব গাঁট্টাগোট্টা শক্তসমর্থ হয়েছে! জানা গেছে, তার মা হিয়ঁ সং-উলের সাথে কিমের সম্পর্ক নাকি বহুদিনের। সুইজারল্যান্ডে তাদের প্রথম দেখা।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান আবাহনীর কাছে হারল মোহামেডান অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ

সকল