১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা

- ছবি : এপি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। শনিবার এক লিখিত বিবৃতিতে ওই শুভেচ্ছা জানান তিনি।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি এক লিখিত বার্তায় এ শুভেচ্ছা জানান। তার বার্তাটি উজবেক এবং তুর্কমেনসহ সাতটি ভাষায় পরিবেশন করা হয়েছে। সেখানে তিনি ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি মতভেদ ভুলে গিয়ে সবাইকে দেশ এগিয়ে নেয়ার আহ্বান করেছেন। বিশ্বের সামনে আফগানিস্তানকে যথাযথভাবে তুলে ধরার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের সর্বোচ্চ নেতা। তিনি জনসমক্ষে খুব কমই উপস্থিত হন। তালেবানের কেন্দ্রস্থল দক্ষিণ কান্দাহার প্রদেশেই তিনি বেশির ভাগ সময় যাপন করেন।

সূত্র : এপি


আরো সংবাদ



premium cement