'ক্ষতিকর সাইবার তৎপরতা' : চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন ও ব্রিটিশ অবরোধ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মার্চ ২০২৪, ০৪:৪৫
ব্রিটিশ এমপি এবং পেন্টাগন ঠিকাদারদের বিরুদ্ধে 'ক্ষতিকর সাইবার তৎপরতা' চালানোর অভিযোগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কয়েকটি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে।
ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের বিরুদ্ধে ওই তৎপরতার শাস্তি হিসেবে ব্রিটেন প্রথমবারে মতো চীনা রাষ্ট্রায়ত্ত কয়েকটি প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করে।
যুক্তরাষ্ট্র তার দেশের প্রতিরক্ষা শিল্পের সাথে সম্পৃক্তদের হ্যাকিংয়ের টার্গেট করায় একই ধরনের ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছ, চীনের রাষ্ট্রায়ত্ত এপিটি৩১ তাদের বেশ কয়েকজন এমপির বিরুদ্ধে অবৈধ তৎপরতা চালিয়েছে। এর জবাবে দুই ব্যক্তি এবং এপিটি৩১-এর সাথে সম্পর্কিত একজনের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তাদের সম্পত্তি জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ঠিকাদারদের ওপর হামলা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে।
চীনা সরকার এ ধরনের অবরোধ আরোপের নিন্দা করেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগুই বলেন, খোদ যুক্তরাষ্ট্র সাইবার হামলার উৎস এবং বৃহত্তম শিকারী।
তিনি বলেন, আমরা বিশ্বজুড়ে সাইবার গোয়েন্দাবৃত্তি এবং সাইবার হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা