১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিখোঁজ ৯

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিখোঁজ ৯ - ছবি : বাসস

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত নয়জন নিখোঁজ এবং দুশোরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি সোমবার বলেছেন,পশ্চিম বান্দুংয়ে রোববার রাতে বন্যা ও ভূমিধসে নয়জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আরো দু’জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

বন্যা ও ভূমিধসে বেশকিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় ২৫০ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের প্রথমদিকে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement