২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্র নয়, আফগান বাহিনী সামরিক সরঞ্জাম ফেলে গেছে : মার্কিন কর্মকর্তা

যুক্তরাষ্ট্র নয়, আফগান বাহিনী সামরিক সরঞ্জাম ফেলে গেছে : মার্কিন কর্মকর্তা - ছবি : সংগৃহীত

তালেবানরা যখন দেশটির নিয়ন্ত্রণ নেয়, তখন সামরিক সরঞ্জাম ফেলে যাওয়ার জন্য আফগান বাহিনীকে দায়ী করেছেন এক সিনিয়র মার্কিন নিরাপত্তা কর্মকর্তা। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কোনো সন্ত্রাসী সংগঠনের জন্য সামরিক সরঞ্জাম রেখে যায়নি।’

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এবং রাষ্ট্রদূত মাসুদ খান যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেছে বলে জানানোর পর মার্কিন কর্মকর্তা এ বিবৃতি দিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রী কাকার সাংবাদিকদের বলেছেন, ফেলে যাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে নাইট ভিশন গগলস থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র। যা ইসলামাবাদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হচ্ছে। কারণ এগুলো তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) লড়াইয়ের ক্ষমতা বাড়িয়েছে।

তবে কিরবি এ কথা অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র কাবুলে সীমিত সরঞ্জাম ও বিমান রেখে গেছে।

বিমানবন্দরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধমাত্র ট্রাক এবং প্রযুক্তিগত ও অগ্নিনির্বাপক সরঞ্জাম রেখে গেছে।

আফগানিস্তানে সাত বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সামরিক সরঞ্জামের কথা বলা হচ্ছে তা আসলে আফগান প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আফগান বাহিনীই ওই সরঞ্জামগুলো ফেলে গেছে।

এনএসসি মুখপাত্র জন কিরবি মন্তব্য করেছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের হুমকির সম্মুখীন হচ্ছে এবং এর একটি উল্লেখযোগ্য কারণ আফগানিস্তানের সাথে তার সীমান্ত।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে অগ্নিকাণ্ড : কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ প্রশাসনে পেশাদারিত্ব দক্ষ মানুষ শাসনভার গ্রহণ করলে দেশে শান্তি ফিরে আসবে : কর্নেল অলি সিরিয়ায় আগ্রাসন ও গ্রেটার ইসরাইল কুকুরের মরদেহই প্রমাণ করে সচিবালয়ের আগুন একটি ষড়যন্ত্র : সারজিস আলম দেশে ইসলামী ব্যাংকিংয়ের রূপরেখা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ ডলারের বিপরীতে রুপির পতন অব্যাহত চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান জব্ধ! নির্বাচনী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

সকল