২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানে পোলিও টিকাদান কেন্দ্রে হামলা, নিহত ২ পুলিশ সদস্য

পাকিস্তানে পোলিও টিকাদান কেন্দ্রে হামলা, নিহত ২ পুলিশ সদস্য - ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে মঙ্গলবার পোলিও টিকাদানকারীদের উপর হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে মারা যায় সেখানে দায়িত্বরত দুই পুলিশ কর্মকর্তা।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় জাতীয় টিকাদান কর্মসূচি চলাকালীন এই মারাত্মক গোলাগুলির ঘটনা ঘটে।

ওই এলাকার পুলিশ কর্মকর্তা আসিফ মারওয়াত বলেছেন, স্বাস্থ্যকর্মীরা নাওয়া কিলি এলাকায় শিশুদের যখন পোলিও ডোজ খাওয়াচ্ছিলেন, ঠিক সেই সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি তাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মারওয়াত বলেন, গুলির ঘটনায় পাহারারত দু’জন পুলিশের মৃত্যু হয়েছে, কিন্তু পোলিও টিকাদানকারীরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি আরো জানান, ওই এলাকায় সাময়িকভাবে পোলিও অভিযান স্থগিত রাখা হয়েছে।

প্রাণঘাতী এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউই দায় স্বীকার করেনি, তবে পোলিও দলের বিরুদ্ধে উগ্র হামলা পাকিস্তানে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এর আগেও সহিংসতায় বহু স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা বাহিনীর লোক নিহত হয়েছে।

পাকিস্তান দেশটিতে অত্যন্ত সংক্রামক ভাইরাস নির্মূল করতে, সম্প্রতি গত মঙ্গলবার থেকে পোলিও টিকাদান অভিযান শুরু করেছে।


আরো সংবাদ



premium cement