করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জানুয়ারি ২০২২, ১০:৫৪
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
শনিবার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ১১ হাজার ৫৮৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে, যা গত বছরের আগস্টের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এছাড়া একদিনে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইন্দোনেশিয়া গত বছর করোনা মোকাবিলায় যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। গত ডিসেম্বরে দেশটিতে দৈনিক সংক্রমণ প্রায় ২০০-এ নেমে এসেছিল। তবে ওমিক্রন সংক্রমণ শনাক্তের কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সংক্রমণ অত্যন্ত দ্রুত বাড়বে। আমরা শিগগিরই সংক্রমণ বৃদ্ধি দেখতে পাব। বর্তমান ঢেউ সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে শীর্ষে উঠবে।
তিনি বলেন, সরকার কোভিড রোগীদের জন্য আরো শয্যা বৃদ্ধি করেছে। সব এলাকায় নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
ওমিক্রন প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল রাজধানী জাকার্তা। যদিও রাজধানীর ৮০ শতাংশের বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে বলে জাকার্তার ডেপুটি গভর্নর আহমদ রিজা পাত্রিয়া জানিয়েছেন।
সূত্র : ইউএনবি