২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালয়েশিয়ায় লকডাউনে সরকারবিরোধী বিক্ষোভ, নির্বাচন দাবি

মালয়েশিয়ায় লকডাউনে সরকারবিরোধী বিক্ষোভ, নির্বাচন দাবি - ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় করোনা মহামারীরোধে কঠোর লকডাউনের মাঝেই এই প্রথম সরকারবিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থল মসজিদ জামেক ইন্ডিয়া এলাকা থেকে দাতারান মারদেকা (স্বাধীনতা স্মৃতি স্তম্ব) অভিমুখে শুরু হয় এই মিছিল।

শনিবার দেশটির জাতীয় দৈনিক দ্যা স্টার অনলাইন এ সংবাদ প্রকাশ করেছে।

এতে বলা হয়, বিক্ষোভকারীদেরকে বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।

প্রত্যেক বিক্ষোভকারী ব্যানারসহ কালো পতাকা ও কালো মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ বাহিনীকেও নিরাপত্তা দিতে দেখা গেছে। এ সময় আকাশে হেলিকপ্টার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ টানা দু’বছর ক্ষমতায় থাকার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। তখন এক নাটকীয় ঘটনার মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসমিন কোনো নির্বাচন ছাড়াই দেশটির রাজার বিশেষ ক্ষমতাবলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

তারপর থেকেই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দাবি করে আসছেন দেশটিতে নির্বাচন দেয়ার জন্য। তিনি আরো বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন। তাই সাধারণ নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ করা উচিত তিনি কতটুকু জনপ্রিয় প্রধানমন্ত্রী।

এদিকে দেশটিতে দীর্ঘ সময় ধরে চলা জরুরি অবস্থা আগামীকাল পহেলা আগস্ট থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। এ মাসের ২৬ জুলাই থেকে সংসদ অধিবেশন শুরু হয়েছে। যদিও এই জরুরি অবস্থায় সংসদ অধিবেশন স্থগিত ছিল। নতুন করে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেনি সরকার। কিন্তু জনগণের পক্ষ থেকে নতুন নির্বাচনের
দাবি এখন আসছে।

ধারণা করা যাচ্ছে, দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘ সময় ধরে চলা লকডাউন নিয়েই জনগণের মাঝে অসন্তোষ বিরাজ করছে। করোনা সংক্রমণরোধে একটানা দুই মাস কঠোর লকডাউনে অভিবাসী কর্মীসহ দেশটির সাধারণ নাগরিক এখন কর্মহীন হয়ে আর্থিক সঙ্কটে ভুগছেন। কিন্তু টানা দুই মাস লকডাউনেও করোনা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি। বরং দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আগের থেকে কয়েকগুণ বেড়েছে।


আরো সংবাদ



premium cement
সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’

সকল