২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিমানবন্দরে আধ ঘণ্টায় ৩০ কেজি কমলা খেলেন ৪ চীনা যুবক

বিমানবন্দরে আধ ঘণ্টায় ৩০ কেজি কমলা খেলেন ৪ চীনা যুবক - ছবি : সংগৃহীত

আজবই বটে! ব্যাগের বেশি ওজনের জন্য বিমান সংস্থাকে বাড়তি টাকা দেবেন না বলে এক জায়গায় বসেই ৩০ কেজি কমলালেবু সাবাড় করে ফেললেন চার চীনা যুবক। আর অতটা কমলালেবু খেতে তাদের সময় লাগল মাত্র আধঘণ্টা। দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের ঘটনা। শুধু তাই নয়, বিমানবন্দরে বসে ওই চীনা যুবকদের একের পর এক কমলা খাওয়ার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা দেখে অনেকে মজা পেয়েছেন। কেউ কেউ আবার মন্তব্যে লিখেছেন, বড্ড বাড়াবাড়ি।

বিষয়টি ঠিক কী হয়েছিল?

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, ওই চার যুবকের সঙ্গে ব্যাগপত্তর তো ছিলই। সঙ্গে ছিল কমলালেবুর একটি বাক্স। সেই বাক্সের ওজন হয়েছিল ৩০ কেজি। বিমান সংস্থার তরফে যাত্রী পিছু নির্দিষ্ট করে দেয়া ওজনের মালপত্র বহনের মধ্যে ওই বাক্সটিই ছিল তাঁদের কাছে বাড়তি। ফলে কমলার বাক্সটি সঙ্গে নিয়ে যেতে হলে ব্যাগের বেশি ওজনের জন্য তাদের ৩ হাজার ৩৮৪ টাকা বাড়তি দিতে হবে বলে জানানো হয়। কিন্তু ওই বাড়তি টাকা দিতে রাজি ছিলেন না তারা।

ফলে কী করা যাবে? অগত্যা চারজন মিলে সিদ্ধান্ত নেন, বিমানবন্দরেই সাবাড় করে ফেলবেন সব কমলা। সেইমতো গোল করে বসে শুরু হয় একের পর এক কমলালেবু খাওয়া। ঠিক যেন প্রতিযোগিতা। কম সময়ে কে, কতগুলি লেবু খেতে পারেন। এভাবে মাত্র আধঘণ্টাতেই চারজন মিলে ৩০ কেজি কমলা খেয়ে ফেলেন। যা দেখে অন্য বিমানযাত্রীরা একেবারে অবাক হয়ে যান।

চার যুবকের মধ্যে একজনের নাম ওয়াং। তিনি জানিয়েছেন, ৩০ কেজি কমলা শেষ করতে তাদের বড়জোর ২০-৩০ মিনিট সময় লেগেছে। কিন্তু এতটা লেবু খাওয়ার পর তাদের মধ্যে শারীরিক সমস্যা শুরু হয়। মুখে আলসারের মতো হয়ে যায়। খাবারে অরুচি দেখা দেয়।

সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি বিপিএলের মিউজিক ফেস্ট শুরু ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত

সকল