২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশাল ঢেউয়ের ধাক্কায় ট্রলার ডুবি, বেঁচে ফিরলেন একজন

- ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ উপকূলের জলসীমায় মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনায় ১১ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। চারদিন আগে সেখানে এ ঘটনা ঘটে। শুক্রবার উদ্ধার দপ্তরের প্রধান একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

বালি দ্বীপের অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান গেদা দর্মাদা জানান, সোমবার রাতে বালি দ্বীপের দক্ষিণ সমুদ্র উপকূলে বিশাল ঢেউয়ের ধাক্কায় কেএম তানজাং পার্মাই নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

দর্মাদা জানান, ট্রলারের ১২ক্রূ সদস্যেরে একজনের কাছ থেকে এ দুর্ঘটনার তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার বিকালে উদ্ধার করা ওই ক্রূ জানান, তিনি জীবন বাঁচাতে একটি ভাসমান বস্তু ব্যবহার করেন। এ ক্রূ’র নাম নুরোহমান।

উদ্ধার দপ্তরের প্রধান জানান, ট্রলারটি কোন ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সমুদ্রে যাত্রা করেছিল এবং এ ঘটনার সময় সমুদ্রে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছিল।

তিনি সিনহুয়াকে বলেন, ট্রলারটির পরিস্থিতি দেখে আমাদের মনে হচ্ছে এতে কোন লাইফ জ্যাকেট এবং অন্য কোন নিরাপত্তা সরঞ্জাম ছিল না। আর এটা যদি হয়ে থাকে, তাহলে ১১ ক্রূ সদস্যের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

 


আরো সংবাদ



premium cement