২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

পরমাণু অস্ত্র দ্বিগুণ করতে কাজ করছে চীন : পেন্টাগন

- সংগৃহীত

আগামী এক দশকের মধ্যে চীন তার হাতে থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। চীনের সামরিক শক্তি সম্পর্কে মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন এ দাবি করে।

পেন্টাগনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন তার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করছে এবং বাড়াচ্ছে। সে ক্ষেত্রে আগামী এক দশকের মধ্যে চীনের পরমাণু ওয়্যারহেডের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত দ্বিগুণ হবে।

এতে বলা হয়েছে, চীনের কাছে বর্তমানে ২০০ পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে চীন সরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়াবে, যা আমেরিকার জন্য হুমকি হয়ে দেখা দেবে। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়্যারহেড বহনে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়।

পেন্টাগনের প্রতিবেদন বলছে, চীন এরই মধ্যে জাহাজ নির্মাণ, ভূমিভিত্তিক কনভেনশনাল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সমন্বিত বিমান প্রতিরক্ষাব্যবস্থাসহ সামরিক সরঞ্জামাদি আধুনিকায়নের ক্ষেত্রে আমেরিকার সমকক্ষ হয়েছে অথবা কোনো কোনো ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়ে গেছে।


আরো সংবাদ



premium cement