এবছরের মধ্যে টিকা বাজারে ছাড়ার ঘোষণা চীনা কোম্পানীর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ আগস্ট ২০২০, ২১:১৬
চীনে ওষুধ প্রস্তুতকারক একটি কোম্পানি ঘোষণা করেছে যে এবছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা বের করতে পারবে বলে তারা আশা করছে।
সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন সংবাদ মাধ্যমকে বলেছেন এরকম একটি টিকা মানবদেহে পরীক্ষার তৃতীয় পর্যায়ে রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে এই পরীক্ষা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে এবছরের শেষ নাগাদ টিকাটি বাজারে চলে আসতে পারে।
চেয়ারম্যান লিউকেও দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। গ্লোবাল টাইমসকে তিনি বলেছেন তার শরীরে ওখনও কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যয়নি।
চীনের বেইজিংও উহান শহরে কিছু ওয়ার্কশপ আছে যেখানে বছরে ১২ ও ১০ কোটি ডোজ তৈরি করা যায়। ধারণা করা হচ্ছে এই টিকার মূল্য নির্ধারণ করা হতে পারে এক হাজার ইয়েন বা ১৪৪ ডলার।
করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে সারা বিশ্বে এখন দুই শতাধিক গবেষণা চলছে। তার মধ্যে অন্তত ২০টি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছে গেছে। বিবিসি