যে ব্যবসায়ীর গ্রেফতারে হংকংযে গণতন্ত্রপন্থীরা ক্ষুব্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ আগস্ট ২০২০, ১৭:৫৪
হংকং এর পুলিশ যে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তিনি সেখানকার অন্যতম শীর্ষধনী এবং বেশ জনপ্রিয় একটি সংবাদপত্রের মালিক।
জিমি লাইকে পুলিশ গ্রেফতার করে তার সংবাদপত্র অফিস থেকে।
হংকং এ বিতর্কিত যে নতুন নিরাপত্তা আইন জারি করা হয়েছে, সেই আইনে এপর্যন্ত গ্রেফতার হওয়া মানুষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। তার বিরুদ্ধে বিদেশী শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
তিনি হংকং এর গণতন্ত্রপন্থীদের আন্দোলনের একজন সোচ্চার সমর্থক। ৭১ বছর বয়সী লাইয়ের একই সঙ্গে যুক্তরাজ্যেরও নাগরিকত্ব আছে।
তবে তার মালিকানাধীন পত্রিকা অ্যাপল ডেইলির কর্মকর্তারা জানিয়েছেন, লাই গ্রেফতার হলেও পত্রিকাটির প্রকাশনা অব্যাহত থাকবে। তাকে যেভাবে গ্রেফতার করা হয় তার গণতন্ত্রপন্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে। বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা