২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ভারতের সাথে সংঘর্ষ : এবার সৈন্যদের মার্শাল আর্ট শেখাচ্ছে চীন!

ভারত-চীন সীমান্ত এলাকা - গ্রাফিক্স : বিবিসি

তিব্বত মালভূমিতে অবস্থানরত চীনা সৈন্যদের মার্শাল আর্ট শেখানোর জন্য ২০ জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন।

এই সিদ্ধান্তের কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে চীনা সীমান্ত রক্ষীদের সাথে সংঘর্ষের পর অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পরপর তাদের এই সিদ্ধান্ত এলো।

দুই দেশের মধ্যে ১৯৯৬ সালের সমঝোতা অনুসারে, ওই এলাকায় কোনো পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না।

ভারত যদিও জানিয়েছে, ২০ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি তাদের ৭৬ জন আহত হয়েছে, তবে চীন তাদের সৈন্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।

হংকংয়ের গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠানোর এই খবরটি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোয় গত ২০ জুন প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০ জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে চীনের গণমাধ্যমগুলো এটা নিশ্চিত করেনি যে, তারা ভারত সীমান্তে দায়িত্বরত চীনা সৈন্যদের প্রশিক্ষণ দেবে কিনা।

লাদাখে গত ১৫ জুন গালওয়ান রিভার ভ্যালির ওই সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে দুই পারমাণবিক শক্তিধর দেশ - চীন ও ভারত।

চরম জলবায়ু ও অতি উঁচু ওই অঞ্চলটি আকসাই চীনের কাছাকাছি- চীন নিয়ন্ত্রিত যে এলাকার মালিকানা দাবি করে ভারতও।

প্রায় অর্ধশতকের মধ্যে দুই দেশের মধ্যে এই প্রথমবার সংঘর্ষে এতো হতাহতের ঘটনা ঘটলো।

তবে ওই ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে থাকা প্রায় অচিহ্নিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু মেহেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বিইউপি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কিছু নষ্ট-ভ্রষ্টরা আমার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে : শিরীন নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপর রাখার সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের সাদুল্লাপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু দেশে আর কোনো অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না : হাবিব উন নবী এফডিসির এমডিকে অপসারণে আলটিমেটাম রিজওয়ান-শাকিলকে হারিয়ে বিপদে পাকিস্তান  দামুড়হুদায় গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

সকল