২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২৯১ আফগান সৈন্যকে হত্যার খবর তালেবানের অস্বীকার

কয়েকজন সশস্ত্র তালেবান যোদ্ধা - ছবি : সংগৃহীত

গত এক সপ্তাহে আফগানিস্তানে তালেবান হামলায় ২৯১ জন আফগান সৈন্য নিহত হয়েছে বলে কাবুল যে দাবি করেছে সে সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে তালেবান।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে ২৯১ জন সৈন্যর নিহত হওয়ার খবর দেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়।

এ সম্পর্কে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সোমবার এক প্রতিক্রিয়ায় দাবি করেন, আফগান পক্ষগুলোর মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে তাকে ক্ষতিগ্রস্ত করা এবং সে সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করার লক্ষ্যে এই খবর প্রচার করা হয়েছে।

তালেবান মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে আফগান সেনাদের ওপর তাদের তিনটি হামলা হয়েছে; তবে সেসব হামলায় নিহতের সংখ্যা কোনো অবস্থায়ই সরকারের ঘোষিত সংখ্যার সমান নয়।

এর আগে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে গত এক সপ্তাহকে আফগানিস্তানের জন্য গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সপ্তাহ হিসেবে অভিহিত করে। বিবৃতিতে বলা হয়, এই এক সপ্তাহে তালেবান হামলায় ২৯১ জন আফগান সৈন্য নিহত ও ৫৫০ সৈন্য আহত হয়েছে।

আফগান নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সহিংসতা কমানোর ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য তালেবানকে দায়ী করা হয়।

তবে সরকারের ওই ঘোষণা তালেবান এমন সময় প্রত্যাখ্যান করল যখন আফগান সরকারের সাথে এখনো আলোচনায় বসতে রাজি হয়নি তালেবান। এ ছাড়া, সম্প্রতি কাতারের দোহায় আমেরিকার সাথে কথিত শান্তিচুক্তি সই করার পর আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের হামলা কমার পরিবর্তে বেড়ে গেছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement