চীনে নতুন করে করোনা ছড়াচ্ছে স্যামন মাছ?
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২০, ১৪:১১, আপডেট: ১৯ জুন ২০২০, ১৩:৫২
চীনের বেইজিংয়ে গত সপ্তাহে আবারো করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে। তখন প্রচার করা হয় আমদানি করা স্যামন মাছে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। খবরটি দ্রুতগতিতে ছড়িয়ে পরে মাছের আড়তগুলোতে।
সবশেষ করোনা সংক্রমণের সাথে সম্পর্কিত পাইকারী মার্কেটের চেয়ারম্যান বেইজিং নিউজের এক প্রতিবেদককে বলেছেন, স্যামন মাছ ভর্তি এক কার্টনে করোনাভাইরাস শনাক্ত করা হয়। আর তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার চীনা রোগ কেন্দ্র নিয়ন্ত্রণ ও প্রতিরোধের সিনিয়র মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং জনগণকে কাঁচা স্যামন মাছ থেকে দূরে থাকার আহ্বান জানান।
তার প্রতিক্রিয়া হিসেবে কিছুদিনের মধ্যেই বেইজিংয়ের বড় সুপারমার্কেটগুলো থেকে স্যামন মাছগুলো সরিয়ে ফেলা হয়। এমনকি মজুদ করা স্যামন মাছগুলোও ব্যবসায়ীরা ফেলে দিতে বাধ্য হন। চীনের রাজধানীর জাপানি রেস্তোরাঁগুলোতে বাতিল করা হয় স্যামন মাছের সকল মজুদ। মূল্যবান এই স্যামন মাছ কিনে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয়েছে অনেক ব্যবসায়ীকে। কিন্তু এসকল পদক্ষেপের কিছুদিন পরেই চীনা কর্মকর্তারা জানান, আমদানি করা স্যামন মাছগুলো করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী নয়। কিন্তু ইতোমধ্যে ব্যবসায়ীদের বিপুল অংকের অর্থের ক্ষতি হয়ে গেছে।
বেইজিং ও সাংহাইয়ের জাপানি রেস্তোরাঁগুলোর একটির মালিক হাটসুনের অ্যালান ওয়াং বলেন, '২০২০ সাল আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বছর'।
তিনি বলেন, আমরা মাছগুলো শুক্রবার বস্তাবন্দি করেছি ও এতক্ষণে ওগুলো মারাও গেছে।
চীনে করোনা ভীতি সার্বক্ষণিক বিরাজ করছে। এবার করোনা সংক্রমণের শঙ্কার শিকার হয়েছে আমদানি করা স্যামন মাছ।
সূত্র : গালফ নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা