২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনায় বিপর্যস্ত সার্ক দেশগুলো

করোনায় বিপর্যস্ত সার্ক দেশগুলো
করোনায় বিপর্যস্ত সার্ক দেশগুলো - ফাইল ছবি

সার্কভুক্ত আটটি দেশের অধিকাংশ দেশেই এখন করোনায় বিপর্যস্ত। ইতোমধ্যে জনবহুল দেশগুলোতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার পর্যন্ত এই আটটি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখ তিন হাজার ৬২৯ জন। আর মোট মৃত্যুর ১৩ হাজার ৯৭৬।

এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভারতে। শুধু সার্কভুক্ত নয় সারাবিশ্বে আক্রান্তের তালিকায় ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে ভারত এখন চতুর্থ অবস্থানে রয়েছে।

তবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি বাংলাদেশে। বাংলাদেশে প্রতি ১০ লাখে আক্রান্তের সংখ্যা ৫৫০ জন। বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন, এর মধ্যে মারা গেছেন এক হাজার ২০৯ জন।

এশিয়া ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আক্রান্তের তালিকায় শীর্ষ দেশ ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৫২৪ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন লাখ ৩৩ হাজার ২৫৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা এখন এক লাখ ৪৪ হাজার ৪৭৮ জন ও মৃত্যু হয়েছে দুই হাজার ৭২৯ জনের। তবে মৃত্যুর হারে এগিয়ে আছে পাকিস্তান।

এদিকে আফগানিস্তানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৫২৭ ও মৃত্যু হয়েছে ৪৭৬ জনের, শ্রীলঙ্কায় আক্রান্ত এক হাজার ৮৮৯ ও মৃত্যু ১১, মালদ্বীপে আক্রান্ত দুই হাজার ৩৫ ও মৃত্যু মাত্র আটজনের। গত দুই মাসে নেপালে করোনা আক্রান্তের সংখ্যা স্থির থাকলেও হঠাৎ করে ৫৯ থেকে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬০ ও মৃত্যু হয়েছে ১৯ জনের। ভুটানে আক্রান্ত সব থেকে কম মাত্র ৬৬ জন। একমাত্র ভুটানেই করোনায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে মৃত্যুর হার প্রায় স্থির রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসঙ্ঘসহ অনেক আন্তর্জাতিক সংস্থার মতানুসারে সার্কভুক্ত দেশগুলোসহ এশিয়ার অনেক দেশেই ব্যাপকহারে কোভিড-১৯ আক্রান্ত বেড়েছে।

সূত্র : ওয়ার্ল্ডোমিটারস


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল