দুই কোরিয়ার মধ্যে গোলাগুলি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২০, ২১:৪৯
উত্তর ও দক্ষিণ কোরিয়া সেনাদের আজ রোববার সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৭ সালের পর এই প্রথম দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটলো।
এ ঘটনায় দুপক্ষের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বিশেষজ্ঞরা মনে করছেন আজকের সংঘর্ষের পর দুপক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়বে না।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার সামরিক গার্ড পোস্ট লক্ষ্য করে কয়েক দফা গুলি চালায়। এরপর সতকর্তামূলক বার্তা পাঠানোর আগে দক্ষিণ কোরিয়ার সেনারা মোট ২০ রাউন্ড গোলা বর্ষণ করে।
দক্ষিণ কোরিয়া সেনা কর্মকর্তারা বলেছেন, তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং উত্তর কোরিয়ার পক্ষেও সম্ভবত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের সেনারা উত্তর কোরিয়ার জনবসতিহীন এলাকায় সতর্কতামূলক গুলি ছোঁড়ে। পার্সটুডে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা