২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

‘কিমের মৃত্যু ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ’

- ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার স্বৈরাচারী নেতা কিম জং উনের মৃত্যুর সংবাদ দিয়েছে হংকং স্যাটেলাইট টিভি। এর আগে তার শরীর যে ভালো যাচ্ছে না, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের সৌজন্যে সে খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বেই।

তবে পরিস্থিতির উপর নজর রাখলেও আপাতত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। কিন্তু, কিম-পরবর্তীতে পিয়ংইয়ংয়ে প্রভাব বিস্তার নিয়ে ঠান্ডা যুদ্ধ শুরু হওয়া যে সময়ের অপেক্ষা, তা কার্যত স্পষ্ট। সম্প্রতি যা সত্য বলেই জানিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনাকর্তা চুন ইন-বাম।

মার্কিন মিলিটারি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার স্পেশাল অপারেশনসের প্রাক্তন প্রধান বলেন, 'কিমের পর উত্তর কোরিয়াকে কেন্দ্র করে পরমাণু-যুদ্ধ দেখা দিতে পারে।' প্রাক্তন সেনাকর্তার আশঙ্কা, কিম-পরবর্তী উত্তর কোরিয়ায় 'আমেরিকা ঢোকার চেষ্টা করবেই।' শুধু তাই নয়, 'চীনও পিছিয়ে থাকবে না' বলে মনে করেন তিনি। যার ফল হিসেবে 'তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি'র আশঙ্কা করেছেন তিনি।

উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব খর্বের চেষ্টা মোটেই আমেরিকা-চীন 'কারোর জন্যই সুখকর হবে না' বলে সতর্ক করেছেন তিনি।

কিম-পরবর্তীতে পরিস্থিতি নিয়ে পড়শি দক্ষিণ কোরিয়া যে বেশি 'উৎসাহ' দেখাচ্ছে, তা স্বীকার করেন প্রাক্তন সেনাকর্তা। তার আশঙ্কা, 'এর ফলে পরমাণু যুদ্ধ হতে পারে।'

একই ধারণা অন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন কর্নেল ডেভিড ম্যাক্সওয়েল বলেন, 'কিম জং উনের পর উত্তরসূরি বাছাই নিয়ে উত্তর কোরিয়ায় তুমুল অশান্তি দেখা দিতে পারে।' সব মিলিয়ে জল্পনার কেন্দ্রে কিম জং উন। বেঁচে আছেন নাকি মারা গেছেন। এই সময়।


আরো সংবাদ



premium cement
দাফতরিক কাজে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশী বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা গাজা জয় লাভ করেছে : ইরানের সর্বোচ্চ নেতা ‘শীতার্তদের পাশে দাঁড়ানো করুণা নয়, নৈতিক দায়িত্ব’ পরিবেশগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক এস কে সুর পরিবারের ব্যাংকে থাকা লকার জব্দের আদেশ কক্সবাজারে বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিমের শাস্তির দাবিতে বিক্ষোভ বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে ভারত : শাহজাহান চৌধুরী ইসরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে আবারো ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন ফের বাড়ল স্বর্ণের দাম ত্রাতা মাহমুদউল্লাহ, ঝড় তুললেন রিশাদ

সকল