মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া চীনের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মার্চ ২০২০, ১০:২৬
নিজেদের জলসীমায় প্রবেশ করায় মার্কিন একটি যুদ্ধজাহাজকে তাড়া করেছে চীনের নৌবাহিনী। এরপর মার্কিন ওই যুদ্ধজাহাজকে চীনের জলসীমা থেকে বের করে দেয়া হয়।
গত মঙ্গলবার দক্ষিণ চীন সাগরের জিসা দ্বীপের জলসীমায় প্রবেশ করে একটি মার্কিন যুদ্ধজাহাজ। এরপর সেটিকে তাড়া করে সেখান থেকে বের করে দেয় চীনের নৌবাহিনী।
চীনা কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি হারাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা এখন জোর করে অনেক কিছুর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে কিছুতেই আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না।
এদিকে চীনের আরো কিছু সংবাদমাধ্যমে বলা হয়, গত মঙ্গলবার জিসা দ্বীপের কাছে চীনের জলসীমায় প্রবেশ করে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ম্যাক-ক্যাম্পবেল।
এরপর সেটিকে তাড়া করে চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। বেইজিংয়ের জলসীমা থেকে বের করে দেয়ার আগে ওই যুদ্ধজাহাজকে সতর্কও করা হয়। গ্লোবাল টাইমস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা