২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

করোনাভাইরাস: পরিস্থিতি পর্যবেক্ষণে চীন যাচ্ছেন ডব্লিউএইচও প্রধান

- সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতি দেখতে চীন সফর করার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

রোববার এক টুইট বার্তায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়তার জন্য চীন সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করার কথা জানান ডব্লিউএইচও’র মহাপরিচালক। তার দল চীনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ ঠেকাতে চীনের সাথে অংশীদারিত্ব আরও জোরদার করার কথা জানান তিনি।

ডব্লিউএইচও প্রধান আরও বলেন, এই কঠিন সময়ে তার সংস্থা চীনের জনগণের পাশে থাকবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।

ডব্লিউএইচও চলমান পরিস্থিতি সম্পর্কে সব দেশকে সতর্ক করছে এবং কী করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা সরবরাহ করছে বলেও জানান সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement