থাইল্যান্ডে মুসলিম অধ্যুষিত প্রদেশে হামলা, নিহত ১৫
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০১৯, ১৩:১৪
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের মুসলিম অধ্যুষিত ইয়ালা প্রদেশে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ বুধবার সামরিক মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা একথা জানিয়েছেন।
গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রক্তক্ষয়ী সহিংসতা অনেক বেড়ে গেছে। গত ১৫ বছরে এসব সহিংসতায় সাত হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রমোত প্রম-ইন এএফপি’কে বলেন, মঙ্গলবার রাতে ইয়ালা প্রদেশে বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণে থাকা দুটি নিরাপত্তা ফাঁড়িতে ব্যাপক হামলা চালানো হয়।
প্রমোত বলেন, এতে ‘ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। এছাড়া হাসপাতালে আরো দু’জন এবং আজ সকালে একজন মারা যান।’
তিনি জানান, নিরাপত্তা ফাঁড়ি দু’টির চারদিক ঘিরে রাখা হয়েছে এবং সেখানে এখন ফরেনসিক তদন্ত করা হচ্ছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়াউত চান-ও-চা বলেন, দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
- আল জাজিরা