লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৪
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২
লাওসের উত্তরাঞ্চলে একটি দোকানে বিস্ফোরণে চীনা নাগরিকসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। লাওসে বেইজিংয়ের কনস্যুলেট জেনারেল এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওডোমক্সে প্রদেশের একটি চীনা দোকানে এই ’বিস্ফোরণ’ ঘটে।
বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) ব্যাংকক থেকে এ খবর জানায়।
কনস্যুলেট এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানার জন্য তদন্ত চলছে।
লাওসের জাতীয় রেডিও জানিয়েছে, নাসাও গ্রামের দোকানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের ফলে আশপাশের বাড়িগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে।
কনস্যুলেট আরো জানায়, লাওসে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যাং হং আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।