এবার যুক্তরাষ্ট্রের উপর চীনের পাল্টা শুল্কারোপ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০
এবার মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের আমদানিতে ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনে যেসব কয়লা ও এলএনজি গ্যাস আমদানি করা হবে, তার উপর ১৫ শতাংশ শুল্ক গ্রহণ করা হবে। আর অপরিশোধিত তেল, কৃষিকাজের যন্ত্রপাতি এবং গাড়ির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক গ্রহণ করা হবে।
পৃথক এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে টাংস্টেন, টেলুরিয়াম, মলিবডেনাম, রুথেনিয়াম যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এই মূল্যবান ধাতুগুলো যুক্তরাষ্ট্রে রফতানি করে চীন।
সূত্র : আল জাজিরা